মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপের আসরে বুধবার (১৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শোচনীয় পরাজয় ঘটেছে। ভারতের ১৩৪ রানের বিপরীতে ইংলিশরা ১১২ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
টস জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত ইনিংসের শুরু থেকেই বাজে খেলতে থাকে। দলের মাত্র ১৮ রানে ওপেনার স্বস্তিকা ভাটিয়া আউট হন। এরপর দলের ২৫ ও ২৮ রানে আরও দুই ব্যাটারকে হারিয়ে এলোমেলো হয়ে যায় ভারতের ইনিংস। এই বিপর্যয় তারা আর কাটিয়ে উঠতে পারেননি। ওপেনার স্মৃতি মান্ধানা ৩৫ রান করেন। দলের পক্ষে এটাই সর্বোচ্চ ইনিংস।
এছাড়া রিচা ঘোষ ৩৩ রান করেন। ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩৬.২ ওভারেই। সব কটি উইকেট হারিয়ে দলের সংগ্রহ ১৩৪ রান।
১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড শুরুতেই উইকেট হারায়। দলের ৩ ও ৪ রানে দুই ওপেনার বিদায় হন। তৃতীয় ও চতুর্থ ব্যাটার হিদার নাইট ও ন্যাট সেভিয়ার দলের হাল ধরেন। তাদের দুজনের পার্টনারশিপে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে ইংলিশরা। হিদার ৭২ বলে ৫৩ ও ন্যাট ৪৬ বলে ৪৫ রান করেন।
ইংল্যান্ড ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যায়। চার্লি ডিয়ান ২৩ রানের বিনিময়ে ভারতের চার উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।