• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ব্রাজিলের সঙ্গে ড্র করেও বিশ্বকাপে আর্জেন্টিনা, বিপদে উরুগুয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৭:০৭ পিএম
ব্রাজিলের সঙ্গে ড্র করেও বিশ্বকাপে আর্জেন্টিনা, বিপদে উরুগুয়ে

বাছাই পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করেও ২৯ পয়েন্ট নিয়ে আগামী বিশ্বকাপের মূল পর্বে স্থান করে নিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেসিরা। তবে বিপদে পড়েছে দুইবার বিশ্বকাপজয়ী দল উরুগুয়ে।

বুধবার নেইমারহীন ব্রাজিলের মুখোমুখি হয় পূর্ণশক্তির আর্জেন্টিনা। গোলশূন্য ড্র-তেই ব্রাজিলের টানা ১৩ ম্যাচ জয়রথ থামিয়ে দেন লাউতেরো মার্টিনেজ, ডি মারিয়ারা।

ঘরের মাঠে গোলের দেখা পাননি মেসি। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র আর গেব্রিয়েল জেসুসের মত তারকারাও ছিলেন নিষ্প্রভ। ম্যাচের শুরু থেকেই সুযোগ পেলেও দুই দলেরই কেউই তা কাজে লাগাতে পারেনি।

দক্ষিণ অ্যামেরিকার বাছাইপর্বের আরেক ম্যাচে বলিভিয়ার কাছে ৩-০ গোলে হেরে বিপদে পড়েছে উরুগুয়ে। ১৪ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয়ের দেখা পেয়েছে দলটি। তালিকার ৭ নম্বর অবস্থানে থাকায় শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার। 

ফিফার নিয়মানুসারে বাছাই পর্ব শেষে দক্ষিণ অ্যামেরিকা থেকে ৪ কিংবা ৫টি দল জায়গা পাবে বিশ্বকাপের মূল পর্বে। পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচে ১১টি জয় নিয়ে ৩৫ পয়েন্ট পেয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল।

একই সংখ্যক ম্যাচ খেলে ৮টি জিতেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা মেসিদের পর ইকুয়েডর ছাড়া আরও কোন দলই বিশ্বকাপের মূল পর্বে খেলার মত শক্ত অবস্থান তৈরি করতে পারেনি।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!