হ্যামিল্টনে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৫ রান তুলতেই টাইগ্রেসরা হারিয়েছে ৫ উইকেট।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তারা ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ২২৯ রান। স্বস্তিকা ভাটিয়া ৫০ ও শেফালি ভার্মা ৪২ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের ১২ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। ৩ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় টাইগ্রেসরা। মাত্র ৩৫ রানেই ৫ উইকেট খুইয়ে ফেলে নিগার সুলতানারা।
ওপেনার মুর্শিদা খাতুন (১৯) বাদে বাকি ফেরত যাওয়া ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। লতা মণ্ডল ও সালমা খাতুন দলের বিপর্যয় এড়ানোর চেষ্টা চালাচ্ছেন। লতা ১০ ও সালমা ১৯ রানে অপরাজিত আছেন। দলীয় রান ৫ উইকেটে ৬০।