ব্যাটিংয়ে ভালো প্রস্তুতি টাইগারদের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৩২ পিএম
ব্যাটিংয়ে ভালো প্রস্তুতি টাইগারদের 

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ে। মূল সিরিজ শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে দুই দল।

প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে টাকাসিংগা স্পোর্টস ক্লাব মাঠে দুই দিনের ম্যাচে বাংলাদেশ ভালো সূচনা করেছে। 

আজ ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের দলটির সংগ্রহ ২৭/১। জিম্বাবুয়ে উদ্বোধনী ব্যাটসম্যান মিল্টন শোমভা শরিফুলের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন।  

এর আগে প্রথম দিনের খেলায় টাইগাররা ২ উইকেটে ৩১৩ রান করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে স্বেচ্ছায় অবসরে যান সাকিব আল হাসান। সাকিবের ঝড়ো ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছয়ের মার। এছাড়া বাংলাদেশের হয়ে চার ব্যাটসম্যান স্বেচ্ছা অবসর নেন। সাকিব ছাড়াও পঞ্চাশোর্ধ রান করেন সাইফ হাসান (৬৫) ও নাজমুল হোসাইন শান্ত (৫২)। মমিনুল হক ও মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে যথাক্রমে ২৯ ও ৪০ রান। শরিফুল ইসলাম, আবু জায়েদ ও তাসকিন আহমেদ দেশের হয়ে ব্যাট করতে নামেননি। 

সিরিজের একদিনের ম্যাচ হবে যথাক্রমে ১৬,১৮ ও ২০ জুলাই। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। 

Link copied!