নর্থ সাউন্ডে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। উইন্ডিজ বোলারদের তাণ্ডবে প্রথম দিন শেষে ইংলিশ ব্যাটারদের ব্যাটিং বিপর্যয়ে টিকে আছেন একমাত্র জনি বেয়ারস্টো।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের প্রথম সারির চার ব্যাটার মাত্র ৪৮ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন। প্রথম দিকের ব্যাটারদের মধ্যে একমাত্র বেন স্টোকস ৩৬ রান করেন।
দলের এমন বিপর্যয়ে হাল ধরেন বেয়ারস্টো। তার দুর্দান্ত শতকে ভরাডুবি থেকে কোনোমতে পার পায় দলটি। তার ব্যাট থেকে আসে ২১৬ বলে ১০৯* রান। অপরাজিত বেয়ারস্টোর ইনিংস সাজানো ১৭টি চারে। বেন ফোকসও ৪২ রান করে আশা দেখিয়েছিলেন। বেয়ারস্টো ক্রিস ওকসকে (২৪) সাথে নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামবেন। ৬ উইকেটে ইংলিশদের সংগ্রহ ২৬৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ, জয়দীন সিলস ও জেসন হোল্ডার দুইটি করে উইকেট নেন।