• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিতে দক্ষিণ আফ্রিকা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০২:০৯ পিএম
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিতে দক্ষিণ আফ্রিকা

নারী বিশ্বকাপে বৃহস্পতিবার (২৪ মার্চ) ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির বাধায় ১০ ওভারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। তাতে লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

চার ঘণ্টারও বেশি অপেক্ষার পর মাত্র ১০.৫ ওভার খেলা সম্ভব হয়েছিল। স্থানীয় সময় বিকেল ৩টার পরে খেলা শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৬১ রান করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে অবিরাম বৃষ্টির কারণে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

এদিকে তিন ম্যাচ হার, তিনটি জয় ও বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের ১ পয়েন্টসহ ৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এগিয়ে যাওয়ার আশা ঝুলে আছে। ভারত বা ইংল্যান্ড যদি এক ম্যাচ হেরে যায়, তবে ওয়েস্ট ইন্ডিজ নকআউট পর্বে যেতে পারে। 

দক্ষিণ আফ্রিকা নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। কারণ ব্যাটিং বিপর্যয়ের ম্যাচ তাদের হাত ফসকে বেরিয়ে যেতে পারত। পয়েন্ট খুইয়ে সেমি ফাইনালের জন্য অপেক্ষা বেড়ে যেত তাদের। ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী বোলাররা তাদের শীর্ষ চার ব্যাটারকে আউট করে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল। টপ অর্ডার ব্যাটারদের একজনও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!