• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
মিরপুর টেস্ট

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ১০:০১ এএম
বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হানায় মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। 

এর আগে শনিবার দিনের শেষ দিকে আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দিতে হয় দিনের খেলা।

শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। অপরাজিত থেকে দিন শেষ করেছেন আজহার আলী ও বাবর আজম।

এর মধ্যে বাবার আজম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১ ছক্কা ও ৭ চারে সাজিয়ে তিনি অপরাজিত আছেন ৬০* রানে। অন্যদিকে আজহার আলী অপরাজিত আছেন ৩৬* রানে। 

বাংলাদেশের হয়ে দুটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। তার প্রথম শিকার আব্দুল্লাহ শাফিক করেছেন ২৫ রান। অন্য ওপেনার আবিদ আলী করেছেন ৩৯ রান।

Link copied!