সম্প্রতি নিউজিল্যান্ড সফর দিয়ে শেষ হয় বাংলাদেশের দায়িত্বে থাকা ওটিস গিবসনের মেয়াদ। বিসিবির সঙ্গে তিনি চুক্তি নবায়ন না করে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের সহকারী ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন।
আগামী মাসে এই টুর্নামেন্ট শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ইয়র্কশায়ারের দায়িত্ব নেবেন। ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিক ক্লাবের কয়েকজনের নামে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেন।
এই ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি করে। দলটিও বেশ বিপাকে পড়ে। এই ঘটনার পর ক্লাবটি তাদের আগের কোচিং ও মেডিকেল স্টাফদের বরখাস্ত করে। এরপরই নিয়োগ দেওয়া হলো গিবসনকে।
৫২ বছর বয়সী গিবসনকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় ইয়র্কশায়ার।
ইয়র্কশায়ারের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গিবসন। তিনি বলেন, “ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি খুবই সম্মানিত এবং উচ্ছ্বসিত। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ দলগুলোর মধ্যে অন্যতম এই ক্লাব। প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করে ক্লাবকে এগিয়ে নিতে আমি মুখিয়ে আছি।”