• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে ‍‍‘ব্যর্থ‍‍’ মিশন শেষে দেশে ফিরল টাইগার যুবারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৮:৪৮ পিএম
বিশ্বকাপে ‍‍‘ব্যর্থ‍‍’ মিশন শেষে দেশে ফিরল টাইগার যুবারা
ছবি সংগৃহীত

গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তবে দুই বছরের ব্যবধানে টাইগার যুবাদের পারফর্মে দেখা গেল আকাশ জমিন পার্থক্য। রোববার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে এসেছে রাকিবুল হাসানের দল। 

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুবারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার আর দুবাই ট্রানজিট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

এবারের বিশ্বকাপে ভরাডুবি রাকিবুল হাসানের দলের। ১৬ দলের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে গিয়ে টুর্নামেন্টে ৮ নম্বরে শেষ করে। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা। এরপর অপেক্ষাকৃত দুর্বল কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শেষ হয় যুব টাইগারদের।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!