• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে পাকিস্তানের হেড কোচ সাকলায়েন মোশতাক 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৩:৪৬ পিএম
বিশ্বকাপে পাকিস্তানের হেড কোচ সাকলায়েন মোশতাক 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন নিয়ে আসছেন রমিজ রাজা। ব্যাটিং কোচ ও বোলিং কোচ নিয়োগের পর এবার হেড কোচের মেয়াদ বাড়াচ্ছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে মেয়াদ বাড়ছে অফ স্পিনার সাকলাইন মোশতাকের। 

আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর চলবে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ৪৪ বছর বয়সী সাকলাইন মুশতাককে নিয়োগ দিয়েছিল নিউজিল্যান্ড সিরিজের জন্য। অবশ্য নিরাপত্তাজনীত কারণে পাকিস্তান সফর বাতিল করে কিউইরা। এই সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ব্ল্যাক ক্যাপসদের। 

এর আগে পিসিবির সভাপতি নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ ও দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডারকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেন রমিজ রাজা। অক্টোবরের ৬ তারিখে লাহোরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফিল্যান্ডার। ব্যাটিং কোচ হিসেবে হেইডেন যোগ দেবেন দুবাইয়ে।

Link copied!