• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে টাইগ্রেসদের জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১২:০৮ এএম
বিশ্বকাপে টাইগ্রেসদের জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ছবি- সংগৃহীত

নারীদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের নারীরা।পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ রাসেল এমপি। 

সোমবার (১৪ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিমন্ত্রী এই শুভেচ্ছা বার্তা জানান। 
 
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী জাহিদ রাসেল বলেন, স্বাধীনতার মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই। 

প্রতিমন্ত্রী আরও বলেন, "আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তার সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের  নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছে।

এছাড়া ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন জাহিদ রাসেল এমপি।

প্রসঙ্গত, হ্যামিল্টনে নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ৯ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় টাইগ্রেসরা। ম্যাচ সেরা হন ৩ উইকেট পাওয়া স্পিনার ফাহিমা খাতুন। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!