• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপের শেষটা রাঙানো হলো না বাংলাদেশের 


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ১২:১২ পিএম
বিশ্বকাপের শেষটা রাঙানো হলো না বাংলাদেশের 

ওয়ানডে বিশ্বকাপের নক আউট পর্ব খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। টাইগ্রেসরা ইংলিশদের কাছে হেরেছে ১০০ রানের বড় ব্যবধানে।

ওয়েলিংটনে রোববার (২৭ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুর দিকেই উইকেট হারায় ইংলিশরা। দলীয় ১৫ ও ২৬ রানে দুই ব্যাটারকে হারায় তারা। ট্যামি বিউমন্ট ও ন্যাট সেভিয়ার এরপর দলের হাল ধরেন। ট্যামি ৩৩ ও ন্যাট ৪০ রান করেন। 

১০ রানের ব্যবধানে এই দুজন ফিরে গেলে অ্যামি জোন্স ও সোফিয়া ডাঙ্কলি দায়িত্ব তুলে নেন। অ্যামি ৩১ রান করেন। অন্যদিকে সোফিয়া ৭২ বলে ৬৭ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ডের ইনিংস থামে ২৩৪ রানে।

বাংলাদেশের সালমা খাতুন ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মণ্ডল।

২৩৫ রানের লক্ষ্যে শুরুতে বেশ ধীরগতিতে এগোয় বাংলাদেশ। রান কম হলেও উইকেট ধরে খেলতে থাকে তারা। দলের ৪২ রানে ওপেনার শারমিন আক্তার ব্যক্তিগত ২৩ রানে ফিরে যান। মাত্র ৫ রানের ব্যবধানে আরেক ওপেনার শামিমা সুলতানাও ফেরেন। ফারজানা হককে নিয়ে দলের অধিনায়ক নিগার সুলতানা চেষ্টা চালালেও ব্যর্থ হন। নিগার আউট হন ব্যক্তিগত ২২ রানে। নিয়মিত বিরতিতে উইকেট পতনের বিপর্যয়ের মুখে লতা মণ্ডল ৩০ রান করেন। 

৪৮ ওভারে থেমে যায় বাংলাদেশের ইনিংস। সবকয়টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩৪ রান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!