• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএল প্লে অফে কে কার প্রতিপক্ষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০১:২০ পিএম
বিপিএল প্লে অফে কে কার প্রতিপক্ষ
ছবি সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আসরে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই প্লে অফ নিশ্চিত করেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর মিনিস্টার ঢাকাকে সরিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। তাদের সঙ্গী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।

গত ২১ জানুয়ারি শুরু হয়ে বিপিএলের অষ্টম আসরের রাউন্ড রবিন পর্বের ৩০টি ম্যাচ মাঠে গড়িয়ে শেষ হয়েছে। এখন বাকি রয়েছে মাত্র ৪টি ম্যাচ। এর মধ্যে একটি এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার ও মেগা ফাইনাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর এ আসরের ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি। 

আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ারের জন্য নির্বাচিত হবেন। সেদিন বিকাল সাড়ে ৫ টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল কোয়ালিফায়ারে লড়বে দ্বিতীয় অবস্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই ম্যাচে যে দল জয়লাভ করবে, তারা সরাসরি ফাইনালের টিকিট পাবে। 

আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দলের। এ ম্যাচে জয়ীরা ফাইনালের টিকিট পাবে ও আগামী ১৮ ফেব্রুয়ারি পর্দা নামবে এবারের আসরের।  

 

Link copied!