• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৩:২৮ পিএম
বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম

এত দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ রানের মালিক ছিলেন দেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ৮৬ ম্যাচ খেলে ২২৮০ নিয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি।

তবে এবার মুশফিককে টপকে ১৪ ম্যাচ কম খেলেই বিপিএলে সর্বোচ্চ রানের মালিক হলেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল।

অষ্টম আসরের বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন তামিম। দল টানা দুই ম্যাচ হারলেও দুই ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি।

নিজের ৭২তম ম্যাচে ২২৭৪ রান নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাটিং করতে নামেন তিনি। এই ম্যাচে তামিম ৪৫ বলে ৫২ রান করেন। ফলে বিপিএলে তাঁর মোট রান এখন ২৩২৬। 

তামিমের পরেই আছেন মুশফিক। তৃতীয় স্থানে আছেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৯ ম্যাচে তিনি করেছেন ১৮৫৯ রান। ইমরুল কায়েস ৮২ ম্যাচে ১৭৮৪ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন। 

বিপিএলে মিনিস্টার ঢাকা ছাড়াও তামিম এর আগে খেলেছেন চট্টগ্রাম ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন ও দুরন্ত রাজশাহীর হয়ে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!