• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপিএলের প্লেয়ার ড্রাফট সোমবার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:৩২ পিএম
বিপিএলের প্লেয়ার ড্রাফট সোমবার 

দরজায় কড়া নাড়ছে আরও একটি বিপিএল। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএল। এজন্য সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে প্লেয়ার ড্রাফট। ছয় দলের অংশগ্রহণে এই ড্রাফট শুরু হবে দুপুর ১২ টায়। সংবাদ মাধ্যমকে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

রোববার (২৬ ডিসেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, "এই ইভেন্টের খেলোয়াড় ড্রাফট আগামীকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার সময় শুরু হবে। এভাবে আমাদের পরিকল্পনা আছে। ৪০০ (৪২৫) এর উপর আন্তর্জাতিক ক্রিকেটার, বিভিন্ন দেশের খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। এবার আমরা যেটা করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, এবার তারা তাদের এজেন্ট বা সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।"

আগামী বছর বাংলাদেশ দলের রয়েছে ব্যস্ত সূচি। ব্যস্ততার মধ্যেই বিপিএল আয়োজন করা নিয়ে সুজন বলেন, "বর্তমান প্রেক্ষাপটে সময়টা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা হয়েছে এফটিপি যেটা বলি সে অনুযায়ী আমাদের স্লটটা খুব লিমিটেড। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না। এগুলোকে এডজাস্ট করতে হয়েছে। কিছু লিমিটেশন তো থাকবেই। তবুও চেষ্টা করবো যে যতটুকু এট্রাকক্টিভ করা যায় ইভেন্টটাকে।"

ড্রাফট শুরু হওয়ার আগে ১ জন করে স্থানীয় ও ৩ জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে দলগুলো। আর ড্রাফট থেকে ৩ থেকে ৮ জন করে ক্রিকেটারকে টানতে পারবে। আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে থেকে ১০ থেকে ১৪ জনকে দলে নিতে পারবে ক্লাবগুলো। 

দলগুলো ড্রাফটের বাইরে থেকে কাদের নিয়েছে জানতে চাইলে সুজন বলেছেন, "এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না। কারণ এখনও সময় রয়েছে। আজকের মধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের রিটেইন করেছে এবং কারা ড্রাফটে থাকবে এই বিষয়ে একটি ক্লিয়ার পিকচার পাব। আমরা এটা যে দলগুলো অংশ নিচ্ছে তাদের মধ্যে সার্কুলেট করে দেব।"

Link copied!