বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেওয়ানডস্কির ভাগ্যে জোটেনি বর্ষসেরা ফুটবলারের গোল্ডেন বল পুরষ্কার। সেই খেতাব ৭ম বারের মত জিতে নিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসি।
সেকারণেই বার্সার ওপর লেওয়ানডস্কির সতীর্থদের ক্ষোভ দেখা গেছে টুইটারে। প্রথম লেগে ৩-০ তে জয়ে পাওয়ার পরেও বার্সাকে আরেকবার পরীক্ষা করতে চান তারা।
এদিকে শেষ ম্যাচে জয় না পেলে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিতে হবে স্প্যানিশ জায়ান্ট বার্সাকে। তাই দর্শকরাও মুখিয়ে আছেন গ্রুপ পর্বের দুই দলের শেষ ম্যাচের অপেক্ষায়। তবে সেই উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক সংস্থা উয়েফা।
করোনার তৃতীয় ঢেউতে নাজেহাল জার্মানি। আর বায়ার্ন-বার্সার ম্যাচের ভেন্যু বাভারিয়া প্রদেশের মহামারি পরিস্থিতিও ভালো নয়। অন্যদিকে ওমিক্রন আতঙ্কও ভালোভাবেই ছড়িয়েছে ইউরোপে।
এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর কোনও রকম ঝুঁকি না নিয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। খেলোয়ারদের স্বাস্থ্যের নিরাপত্তা বিবচেনায় ফাঁকা স্টেডিয়ামেই ম্যাচ খেলবে বায়ার্ন-বার্সা।
গ্রুপ-ই তে শীর্ষ অবস্থানে রয়েছে বায়ার্ন। ঠিক পরের অবস্থানে রয়েছে বার্সেলোনা। ডিসেম্বর মাসের ৮ তারিখ আলিয়াঞ্জ এরিনায় মুখোমুখি হবে দুই দল। এর আগে ৭ ডিসেম্বর জার্মানির স্যাক্সোনি প্রদেশে ম্যানচেস্টার সিটি ও লিপজিগের ম্যাচটিও দর্শকশূন্যভাবে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
সম্প্রতি দৈনিক ৭৩ হাজার সংক্রমণের রেকর্ড গড়েছে জার্মানি। আর তাই নতুন করে করোনার প্রকোপ বাড়ায় চ্যাম্পিয়ন্স লিগেও মানতে হচ্ছে স্বাস্থ্য সতর্কতা।