রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগার ক্লাব লেভান্তেকে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে আতিথ্য দেবে কাতালানরা। বাংলাদেশ সময় রাত ৮.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
লা লিগার গত মৌসুমেও তৃতীয় হয়েছিল বার্সা। এবার তারা মাঠে নামছে লিগে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য, এমনটাই জানিয়েছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। কিন্তু গত মৌসুমের চেয়ে বার্সার অবস্থা আরও খারাপ। এতদিন একাই ম্যাচ জিতিয়ে দিতো ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মেসি না থাকায় গোল খরায় ভুগছে রোনাল্ড কোমানের শিষ্যরা।
লা লিগার ষষ্ঠ রাউন্ডের ম্যাচে লেভান্তের বিপক্ষে আক্রমণভাগে ফিলিপে কৌতিনহো, মেমফিস ডেপাই, লুক ডি ইয়ংকে নামিয়েছে বার্সা।
মিডফিল্ডে কার্ড জটিলতায় নেই ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর পেদ্রি রয়েছেন ইনজুরিতে। ফলে নিকো গঞ্জালেস, গাভি ও সার্জিও বুসকেটসকে নিয়ে মাঠে নামছে তারা।
আলবার ইনজুরিতে তার জায়গায় খেলছে ডেস্ট। এছাড়া ডিফেন্ডার হিসেবে নামছে জেরার্ড পিকে, এরিক গার্সিয়া ও অস্কার মিঙ্গেসা।
গোল কিপার হিসেবে থাকছেন জার্মান কিপার মার্ক আন্দ্রে টার স্টেগান।
লিগে পাঁচ ম্যাচ খেলে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে কাতালানরা। আজ সুযোগ থাকছে টেবিলের উপরে উঠার।