বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন বিশেষ দলের ব্যাপারে। এবারে আলোর মুখ দেখেছে ক্রিকেটারদের জন্য বিসিবির বিশেষ ‘ডেভেলপমেন্ট প্রোগ্রাম’।
জাতীয় দল থেকে যেসব ক্রিকেটাররা ছিটকে পড়েছেন বা অনিয়মিত রয়েছেন তাদের জন্য এই ছায়া দল গঠনের উদ্যোগ বিসিবির। এ দলের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। জাতীয় দল থেকে ছিটকে পড়া বা অনিয়মিত ক্রিকেটাররা যাতে ব্যাট-বলের সংস্পর্শ থেকে দূরে সরে যেতে না পারে তাই এই উদ্যোগ।
পরিকল্পনা মাফিক যাচাই-বাছাই শেষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) ২৩ সদস্য নিয়ে বিসিবি ঘোষণা দিয়েছে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দলের ক্যাম্প অনুষ্ঠিত হবে।
দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন
সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, পিনাক ঘোষ, সৈকত আলী, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।