দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই দাপট নিয়ে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের মাঠে বোলাররা ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। প্রোটিয়া পেস ত্রয়ী কাগিসো রাবাদা, মার্কো জ্যানসেন এবং লুঙ্গি এনগিদি প্রতিপক্ষের জন্য ত্রাস হলেও টাইগাররা উৎরে গেছে সে পরীক্ষায়।
শুক্রবার সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর অধিনায়ক টেম্বা বাভুমাকে ২২ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে প্রথম উইকেট পাওয়ার জন্য। ৯৫ রানের ওপেনিং পার্টনারশিপ, সাকিব আল হাসান এবং ইয়াসির আলির সাবলীল ব্যাটিং বাংলাদেশকে অনায়াসে ৭ উইকেটে ৩১৪ রানে পৌঁছে দেয়। এটাই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
প্রোটিয়া আক্রমণের বিপরীতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম কাঙ্ক্ষিত উইকেটের দেখা পান। ডেভিড মিলার ৭৯ এবং রাসি ভ্যান ডের ডুসেনের ৮৬ রানও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি।
বাংলাদেশের বিপক্ষে হেরে হতাশ অধিনায়ক বাভুমা বলেন, “প্রথম ১০-১৫ ওভারে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। পরে ম্যাচ আমাদের পরিকল্পনার বাইরে চলে যায়। রোববার আমাদের সব বিভাগে উন্নতি করতে হবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্টের নিশ্চয়তা দিতে পারব না।”