ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ফিটনেস-সংক্রান্ত কারণে পেসার সিসান্ডা মাগালা ও চোট থেকে সুস্থ হওয়ার পথে আরেক পেসার অ্যানরিচ নর্টজেকে বাদ দিয়েই দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার টেম্বা বাভুমা।
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে শক্তিশালী ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এ জন্য নির্বাচকরা বিজয়ীদের সংমিশ্রণে তাদের বিশ্বাস ধরে রেখেছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময়ই অনুষ্ঠিত হবে আইপিএল। দক্ষিণ আফ্রিকার ১১ জন ক্রিকেটার আইপিএলে খেলবেন বিভিন্ন দলের হয়ে। ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে আছেন ৮ ক্রিকেটার। ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫তম আসর।
১৮ মার্চ সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২০ মার্চ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ও আবারও সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ২৩ মার্চ। এরপর ৩১ মার্চ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ডারবানে। ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জ্যানেম্যান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দিলে ফেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডের ডুসেন ও কাইল ভেরেইন।