• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নেই এলিসা পেরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:৫৩ পিএম
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নেই এলিসা পেরি
ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখন পর্যন্ত টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। কিন্তু প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে একপ্রকার দুঃসংবাদই পেল অজিরা। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার (২৫ মার্চ) ম্যাচটিতে খেলতে পারবেন না বিশ্বসেরা অস্ট্রেলিয়া নারী দলের অলরাউন্ডার এলিসা পেরি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মঙ্গলবার খেলতে নেমে ফিল্ডিংয়ের সময় পিঠে চোট পান এই অলরাউন্ডার। গুরুতর কিছু না হলেও দল তাকে নিয়ে বেশি ঝুঁকি নিতে নারাজ। ফলে গ্রুপের শেষ ম্যাচটি খেলা হবে না তার। তবে অজি দলের ফিজিও কেট বিয়ারওর্থ আশা করছেন, আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন পেরি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) তার চোটের আপডেট জানিয়ে বিয়ারওর্থ বলেছেন, ‘‘সে আগামীকাল (শুক্রবার) খেলতে পারবে না। তবে আমরা আশা করছি সেমিফাইনালের আগেই সুস্থ হয়ে যাবে।’’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় সীমানা দড়ির ওপর আছড়ে পড়েছিলেন পেরি। যে কারণে মুহুর্তেই মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। পরে অজিরা ২৭১ রানের লক্ষ্য তাড়া করার সময়ও ব্যাটিং করতে নামতে পারেননি পেরি। তবু অধিনায়ক মেগ ল্যানিংয়ের সেঞ্চুরিতে ২৮ বল আগেই জিতে যায় অজিরা।

বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচেও পরিষ্কার ফেবারিট অস্ট্রেলিয়া। টানা ছয় ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা দলের সামনে এখন অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারের লড়াই শুরুর সুযোগ। আর তাদের রুখতে হলে নিজেদের সেরার চেয়েও বেশি খেলতে হবে বাংলাদেশকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!