উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের পরাজয় হয়তো রস টেলরের বিদায়ী টেস্ট সিরিজে খানিক হতাশার উদ্রেক ঘটিয়েছে। কিন্তু অবসর গ্রহণ করতে যাওয়া তারকা টেলর বিশ্বাস করেন, মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের জয় এই ফরম্যাটের জন্য দারুণ ইতিবাচক ছিল।
বাংলাদেশ বর্তমানে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে। বুধবার কিউইদের বিপক্ষে ১৬তম ম্যাচে বাংলাদেশের প্রথম আট উইকেটের বিস্ময়কর জয় ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে। রোববার ক্রাইস্টচার্চে সিরিজে সমতা আনতে চাইবে নিউজিল্যান্ড। যাতে টেলরের বিদায় আনন্দঘন পরিবেশে হয়।
টেলর বাংলাদেশের জয়কে ইতিবাচক দেখছেন। তিনি বলেন, “আপনি যদি এটিকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন তবে আমি মনে করি এটি বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ছিল। তবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় হতাশ ছিলাম। আমরা পুরো সময়ই পরাজিত ছিলাম। কিন্তু আমি মনে করি টেস্ট ক্রিকেটে টিকে থাকার জন্য বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হতে হবে।”
তিনি আরও বলেন, “তারা এই জয় থেকে অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে তাদের বাকি ট্যুরের জন্য।”