• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশি বোলারদের চেপে ধরেছে আফগানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৪:০২ পিএম
বাংলাদেশি বোলারদের চেপে ধরেছে আফগানরা
ছবি সংগৃহীত

ব্যাট হাতে উড়ন্ত সূচনা করার পরও দুইশ রানের আগেই অলআউট স্বাগতিকরা। এক লিটন দাসের ৮৬ রানের সুবাদে সবকয়টি উইকেট হারানোর আগে ১৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস। আফগান বোলার রশিদ খান ও মোহাম্মদ নবীর স্পিন বিষে কুপোকাত টাইগাররা। এরপর রান তাড়া করতে নেমেও বাংলাদেশি বোলারদের চেপে ধরেছে সফরকারীরা।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ১৯২ রানে অলআউট হয় তামিমরা।

জবাবে রান তাড়া করতে নেমে ১২ ওভার শেষে বিনা উইকেটে ৬৮ রান করে বাংলাদেশের বোলারদের মোক্ষম জবাব দিচ্ছে আফগানরা। 

ব্যাট হাতে দুই অপরাজিত ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ৩৫ বলে ৩৪ ও রিয়াজ হাসান ৩৭ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন। 

জয়ের জন্য আফগানদের প্রয়োজন ১২৫ রান। হাতে আছে ৩৮ ওভার ও ১০ উইকেট। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!