হ্যামিল্টনে নারী বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ তুলেছে মিতালি রাজের দল।
টুর্নামেন্টের ২২তম ম্যাচে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত চমৎকার শুরু করে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে নিয়ে। তারা দুজন ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। দলের ৭৪ রানে ব্যক্তিগত ৩০ রানে স্মৃতি ফিরে যান। দলের ৭৪ রানেই আরও দুই দুইকেট হারায় ভারত। আরেক ওপেনার শেফালি (৪২) ও অধিনায়ক মিতালি রাজ শূন্য রানে ফেরত যান।
দল বিপর্যয়ে পড়লে টপ অর্ডার ব্যাটার স্বস্তিকা ভাটিয়া হারমনপ্রিত কৌরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন। তবে হারমনপ্রিত দুর্ভাগ্যজনকভাবে রান আউটের ফাঁদে পড়েন। স্বস্তিকা হাফ সেঞ্চুরি পূর্ণ করেই প্যাভিলিয়নের পথ ধরেন। রিচা ঘোষের ২৬, পূজা বস্ত্রকারের ৩০ ও স্নেহ রানার ২৭ রানে চেপে ৭ উইকেটে ২২৯ রানে থামে ভারতের ইনিংস।
বাংলাদেশের রিতু মনি ৩টি, নাহিদা আক্তার ২টি ও জাহানারা আলম একটি উইকেট লাভ করেন।