• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিলেট


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৫:২৭ পিএম
বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিলেট
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা চলছে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে ২৪তম ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। টসে জিতে সিলেট প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

বরিশাল পয়েন্ট টেবিলের শীর্ষ দল। ৮ ম্যাচে ৫ জয়, ২ পরাজয় ও পরিত্যক্ত এক ম্যাচের বিনিময়ে পয়েন্ট টেবিলে ১১ পয়েন্ট যুক্ত করেছে তারা। অন্যদিকে, সিলেট পয়েন্ট টেবিলে সবচেয়ে তলানির দল। মাঠের চেয়েও মাঠের বাহিরের বিতর্কে জড়িয়ে তারা আলোচনায়। ৭ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ জয় পেয়েছে তারা। বাকি ৫ ম্যাচ পরাজিত ও এক ম্যাচ পরিত্যক্ত। 

বরিশাল একাদশঃ মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান, জিয়াউর রহমান, মুজিব-উর-রহমান, মেহেদী হাসান রানা ও শফিউল ইসলাম। 

সিলেট একাদশঃ এনামুল হক, কলিন ইনগ্রাম, মোহাম্মদ মিথুন, রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজি, একেএস স্বাধীন, নাজমুল ইসলাম, মিজানুর রহমান ও সিরাজ আহমেদ।
 

Link copied!