বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে শনিবার মাঠে নেমেছে ফরচুন বরিশালে ও খুলনা টাইগার্স৷ টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১৪১ রান।
দলীয় ২৬ রানে দলের প্রথম উইকেট হারায় বরিশাল। জ্যাক লিনটটের বিদায়ের পর ক্রিস গেইল জিয়াউর রহমানকে নিয়ে দলের হাল ধরেন। দলীয় ৬৪ রানে জিয়া ফিরে যান। দলের ৭৯ রানে গেইল ৪৫ রানে ফিরে গেলে দল ছন্দ হারায়। নাজমুল হোসেন শান্তর ১৯ ও তৌহিদ হৃদয়ের ২৩ ছাড়া ব্যাটারদের কেউই সুবিধা করতে পারেননি।
সাকিব আল হাসান শুরুটা দারুণ করেছিলেন। তবে থিসারা পেরেরা দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ব্যক্তিগত ৯ রানেই ফেরান তাকে। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।
খুলনার পক্ষে কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা দুইটি করে উইকেট পান। মেহেদি হাসান, শরিফুল্লাহ ও প্রাসানা একটি করে উইকেট পান।