লাতিন আমেরিকান ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব গ্রেমিও শনিবার (১৯ মার্চ) একই শহরের প্রতিদ্বন্দ্বী ইন্টারন্যাসিওনালের বিপক্ষে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছিল। ম্যাচে গ্রেমিওর ব্রাজিলিয়ান ফুটবলার গোল উদযাপন করার সময় মোবাইল ফোনের আঘাত পান। পরে চিকিৎসার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন মিডফিল্ডার লুকাস সিলভা।
পোর্তো আলেগ্রের দল প্রতিপক্ষের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয়ী হয়। ম্যাচের ৭৯ মিনিটে তৃতীয় গোলটি উদযাপন করছিলেন সিলভা। তখন তাকে উদ্দেশ্য করে দর্শক সারি থেকে ফোন ছুড়ে মারে। এরপর ছুঁড়ে দেওয়া ফোনটি তার মুখে আঘাত করে।
এই ঘটনার ভিডিওতে ২৯ বছর বয়সী মিডফিল্ডারের মুখ থেকে রক্তঝরতে দেখা গেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল গুরুতর দ্বিতীয় ঘটনা। গত ফেব্রুয়ারিতে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে গ্রেমিও টিম বাসে আক্রমণ করা হয়েছিল।
আগামী বুধবার (২৩ মার্চ) গ্রেমিও এরিনাতে সেমি ফাইনালের দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে দুই দল।