• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুনর্বাসনের জন্যই নেপালে যাচ্ছেন তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:৩৯ পিএম
পুনর্বাসনের জন্যই নেপালে যাচ্ছেন তামিম

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে দেশের হয়ে মাঠে নেমেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর ইনজুরির কারণে আর খেলতে পারেননি দেশের মাঠে দুটি সিরিজ। ইনজুরির কারণে বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই ড্যাশিং অপেনার। তবে আবারও ফিটনেস ট্রেনিং করতে শুরু করেছেন তিনি। নিজেকে ফিরে পেতে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাবেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে তামিমের হাঁটুর চোটের বিষয়ে কথা বলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর তামিমকে মেডিকেল বিভাগ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে তামিম পুনর্বাসন পরিকল্পনা মেনে চলেছে। যথেষ্ট কষ্ট ও অধ্যবসায়ের সঙ্গে এই জটিল ও দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে।’ 

স্কিল ট্রেনিং করে নিজেকে ফিরে পেতে শুরু করেছে তামিম। আর পুনর্বাসনের অংশ হিসেবেই নেপালের লিগে খেলতে যাচ্ছেন জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘গত ২-৩ দিন ধরে সে স্কিল ট্রেনিং করছে। এখন ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আমরা আশাবাদী, এভাবে স্কিল ট্রেনিং চালিয়ে গেলে ইপিএলে খেলা সম্ভব হবে। আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা রয়েছে তার অংশ হিসেবে ইপিএলে খেলা। এটা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। এই খেলায় বোঝা যাবে স্কিল ও অন্যান্য বিষয় সে কতটা সামলে নিতে পারছে। এই খেলার ওপর নির্ভর করে পরবর্তী দিকনির্দেশনা দেব।’

দেবাশিষ চৌধুরী আরও বলেন, ‘এখন পর্যন্ত পুনর্বাসনের যে অবস্থা, তাতে তামিম বেশ আত্মবিশ্বাস পাচ্ছে। সব ধরনের স্কিল ট্রেনিং শতভাগ এফোর্ট দিয়ে করতে পাচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি খেলার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নিজেকে যাচাই করতে পারবে না। এই লিগে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খুব গুরুত্বপূর্ণ।

Link copied!