• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

পিএসজির জন্য ইতিহাস তৈরি করতে চান নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৮:৪৯ পিএম
পিএসজির জন্য ইতিহাস তৈরি করতে চান নেইমার
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্বাগতিক রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাতে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। একাদশে কিলিয়ান এমবাপ্পে অনিশ্চিত হলেও পিএসজি দলে পাচ্ছেন লিওনেল মেসি, নেইমার ও ডি মারিয়াদের। বার বার শিরোপার কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ পিএসজি সমর্থকদের জন্য ইতিহাস তৈরি করতে চান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 

ইনজুরির কারণে রিয়ালের বিপক্ষে প্রথম লেগের পুরোটা সময় খেলতে পারেননি নেইমার। এবার অনুমেয়ভাবে থাকবেন শুরু থেকেই। তাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে সাহায্য করতে মরিয়া নেইমার। বন্ধু লিওনেল মেসিকে নিয়ে ইতিহাস তৈরি করতে চান তিনি, জানিয়েছেন তাদের জন্য ম্যাচটা বিশেষ। 

বার্সেলোনার হয়ে ৪ মৌসুম স্পেনে কাটিয়েছেন নেইমার। যেখানে চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ৮টি শিরোপা। আর মেসি তো তার খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন কাতালান ক্লাবটিতে। অনেকবার মাদ্রিদের বিষাদের কারণ হয়েছেন। এজন্য তাদের জন্য ম্যাচটা বিশেষ বলছেন নেইমার। 

মাঠে নামার আগে নেইমার বলেছেন, ‘এটা আমার ও মেসির জন্য বিশেষ ম্যাচ কারণ আমরা বার্সার হয়ে খেলেছি। আমরা অনুপ্রাণিত। মাদ্রিদের বিপক্ষে ভালো খেলতে চাই আর পিএসজির জন্য রচনা করতে চাই ইতিহাস।’

নিজের শারীরিক অবস্থা জানিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আমি পিএসজিকে সাহায্য করতে ভালো বোধ করছি। আমরা মাদ্রিদের বিপক্ষে ম্যাচটার জন্য তৈরি। আমাদের সামনে মানসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে অনেক শক্তিশালী দল আছে। কিন্তু আমরা আড়াল হবো না। ম্যাচটা জেতার জন্য সবকিছু করব।’

কিলিয়ান এমবাপের শেষদিকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পিএসজি। কিন্তু এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তিনবার প্রথম লেগে এগিয়ে থেকেও বাদ পড়েছে ক্লাবটি। মাদ্রিদের মাঠে পাঁচবার মুখোমুখি হয়ে তারা জিতেছে একবার।

মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে নেইমার বলেন, ‘এটা পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ, যেটা সবসময় ৫০-৫০। এখানে কোনো ফেভারিট নেই যেহেতু দুই দলই শক্তিশালী। আমাদের একটা সুবিধা আছে প্রথম লেগে ১-০ গোলে জেতায়। কিন্তু আমাদের জেতার ব্যাপারে ভাবতে হবে ও আরও ভালো খেলতে হবে।’

Link copied!