• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পিএসএল বিশ্বের সেরা ৩ লিগের একটি: রশিদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০২:৩৩ পিএম
পিএসএল বিশ্বের সেরা ৩ লিগের একটি: রশিদ খান
ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর চলছে। এই মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম আকর্ষণ আফগানিস্তানের রশিদ খান। এই আসর তো বটেই, পিএসএলের শেষ কয়েকটি আসরেও আলো ছড়িয়েছেন তিনি। এই অলরাউন্ডার এই লিগকে বিশ্বের সেরা তিনটি লিগের একটি বলে আখ্যা দিয়েছেন।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পিনার বলেন, ‘আমি এখানে (পিএসএল) দারুণ উপভোগ করছি। বিশেষ করে নিজেরা ভালো পারফর্ম করায় এমনটা মনে হচ্ছে। নির্বাচনের জন্য খেলোয়াড়ের কমতি নেই, এদের সবাই আবার দলে দারুণ অবদান রাখছেন পারফর্ম করে।’

এরপরই জানালেন, বিশ্বের সেরা তিন লিগের একটি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। রশিদ বললেন, ‘পিএসএল যে মান ধরে রেখেছে, তা অবিশ্বাস্য। এই লিগটা অবশ্যই বিশ্বের শীর্ষ তিনটি লিগের একটি। 

পিএসএলকে কেন শীর্ষ তিনটি লিগের একটি মনে হয়েছে, সে কারণটাও ভেঙে বললেন রশিদ। তার ভাষ্য, ‘প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজির এমন একাধিক বোলার আছে, যারা ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে, এটা চাট্টিখানি কথা নয়। লাহোরে খেলার জন্য মুখিয়ে আছি, কারণ সেখানে পাকিস্তানি দর্শকরা দারুণ।’

বিশ্বের শীর্ষস্থানীয় এই তারকা অলরাউন্ডার চলতি পিএসএলেও দারুণ পারফর্ম করে যাচ্ছেন। নিজের সাফল্যের গোপন রহস্যটাও জানালেন আফগান এই ক্রিকেটার। বললেন, ‘উইকেট আর কন্ডিশনের ওপর একটু বেশিই নির্ভর করাটা বাদ দেওয়া উচিত, অন্তত আমি এটা বিশ্বাস করি। নিজের দক্ষতার দিকে দেখা উচিত আপনার। না হলে যদি স্পিনবান্ধব পিচ বা কন্ডিশন না থাকে, তাহলে ম্যাচ শুরুর আগেই আপনি হেরে বসবেন। নিজের স্কিলের ওপর নির্ভর করলে আপনি খুব সহজেই ভালো পারফর্ম করা শুরু করবেন।’

শেষ কিছুদিনে নতুন কিছু শট যুক্ত হয়েছে তার ব্যাটিংয়ে। বিশেষ করে তার করা একটি হেলিকপ্টার শট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে বেশ। সে বিষয়ে তিনি জানালেন, ‘এটা অবশ্য হেলিকপ্টার শট নয়, এটা একটু আলাদা। আমার এক জোড়া শক্তপোক্ত কবজি আছে, সেটাই আমি কাজে লাগাতে চেয়েছি। এটা মূলত একটা ফ্লিক শট... এই ফর্মটা ধরে রাখতে চাই আমি।’

তার দল লাহোর কালান্দার্স বেশ ভালো অবস্থানেই আছে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষ তিনে। কোয়ালিফায়ার প্লে অফের টিকিট কাটতে এ অবস্থানটা ধরে রাখলেই চলবে রশিদ খানদের।

Link copied!