পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ)। এর আগে সোমবার অনুশীলনের সময় চোট পান পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। নিতম্বে চোট পাওয়া এই অলরাউন্ডার প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না, এটা নিশ্চিত।
সোমবার (২৮ মার্চ) সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই তথ্য নিশ্চিত করেছেন।
ফিঞ্চ বলেন, "আজ অনুশীলনের সময় আঘাত পান মার্শ। এজন্য প্রথম ম্যাচের একাদশে তার থাকা হচ্ছে না। এছাড়া সিরিজ থেকে মার্শের ছিটকে পড়ার আশঙ্কাও রয়েছে।"
এমনিতেই পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে অভিজ্ঞদের অনেককেই পাচ্ছে না অস্ট্রেলিয়া। সীমিত ওভারের সিরিজ থেকে প্যাট কামিন্স, জশ হেজেলউড, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া চোটে ছিটকে পড়েছেন স্টিভেন স্মিথ ও কেন রিচার্ডসনও। আর সম্প্রতি বিয়ে করায় এই সিরিজে আগে থেকেই নেই গ্লেন ম্যাক্সওয়েল।
গত বছরের নভেম্বরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষবার মাঠে নামেন। সেদিন নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়াকে শিরোপা জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন মার্শ। এখন পর্যন্ত ৬৩ ওয়ানডে খেলা এই ক্রিকেটারের পাকিস্তানের বিপক্ষে সিরিজেই প্রত্যাবর্তনের কথা ছিল। কিন্তু চোটে পড়ে সব ভেস্তে যাওয়ার পথে।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজে তরুণদের নিয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফিঞ্চ। প্রথম ওয়ানডেতে মার্শের জায়গায় খেলবেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মিডল অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব পড়তে পারে এখন পর্যন্ত ক্যারিয়ারে একটি ওয়ানডে খেলে গ্রিনের ওপর।
সিরিজের বাকি দুই ম্যাচ আগামী বৃহস্পতি ও শনিবার। দুই দলের একমাত্র টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ এপ্রিল। সাদা বলে দুই ফরম্যাটের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, হায়দার আলী, সৌদ শাকিল, শাদাব খান, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ নওয়াজ, আবদুল্লাহ শফিক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আসিফ আফ্রিদি ও ইফতিখার আহমেদ।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), বেন ম্যাকডারমট, মারনাস লাবুশেন, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মার্কাস স্টোয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, বেন দ্বারশুইস, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা, মিচেল সুইপসন, নাথান এলিস, শন অ্যাবট ও জশ ইংলিশ।