• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

পাকিস্তানের মেয়েদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৪:২৩ পিএম
পাকিস্তানের মেয়েদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
ছবি সংগৃহীত

নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসরে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করেছে। বিশ্বকাপের শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগ্রেসদের। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানার দল। প্রথম দুই ম্যাচে হারলেও পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। 

আগামীকাল সোমবার (১৪ মার্চ) ভোর চারটায় হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে  পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ৷ এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দল মোট ১৩টি ম্যাচ জিতেছে। যার মধ্যে ৫টি ম্যাচেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, "পাকিস্তানকে আমরা ভালোভাবেই জানি। তাদের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমাদের। তাদের প্রতি ধারণা থেকেই বলছি, আমাদের সামনে বিশ্বকাপের প্রথম জয় পাওয়ার দারুণ সুযোগ।"

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের পরাজিত হয় বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখিয়েও সালমা-জাহানারারা হারে ৩২ রানে।

Link copied!