• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়কের নাম জানালেন আফ্রিদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৩:৪৯ পিএম
পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়কের নাম জানালেন আফ্রিদি
ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন কয়েকবছর আগে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন এই অলরাউন্ডার। এবার চিরতরে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তানি এই কিংবদন্তি।

পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে আফ্রিদি বলেন, "আমি মনে করি বাবর আজম যদি কোনো এক ফরমেটের দায়িত্ব ছেড়ে দেন, তবে বিকল্প অধিনায়ক প্রস্তুত আছে।" 

শুধু বিকল্পের কথা বলেননি তাদের নামও জানিয়েছেন এই অলরাউন্ডার। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে শাদাব খান ও মোহাম্মদ রিজওয়ানকে দেখছেন মহান ক্রিকেটার শহীদ আফ্রিদি। 

পিএসএলের চলতি আসরে মুলতান সুলতানের অধিনায়কত্ব করছেন রিজওয়ান। ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক লেগ-স্পিন অলরাউন্ডার শাদাব খান। দুটি পারফরম্যান্সই আফ্রিদিকে আত্মবিশ্বাস দিয়েছে।

আফ্রিদি বলেন, আমি ভবিষ্যতে কিছু ভালো জিনিস দেখতে পাচ্ছি। বাবর আজম যদি সাদা বা লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দিতে চান তাহলে পরবর্তী অধিনায়ক হবেন শাদাব খান বা মোহাম্মদ রিজওয়ান।

"শাদাব একজন দুর্দান্ত অধিনায়ক। রিজওয়ানের কথা বলতে গেলে তিনিও একজন মহান নেতা। তিনি সবসময় সবাইকে অনুপ্রাণিত করেন, যা প্রমাণ করে যে তিনি একজন ভালো অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স সেটাই প্রমাণ করে।" 

শাদাব বর্তমানে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। পাকিস্তান টেস্ট দলের সহ-অধিনায়ক রিজওয়ান। দুজনের ওপরই বাড়তি নজর আফ্রিদির।

খেলা বিভাগের আরো খবর

Link copied!