• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানের পর ভারতের পিচকেও আইসিসির সতর্কতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:০৫ পিএম
পাকিস্তানের পর ভারতের পিচকেও আইসিসির সতর্কতা
সাম্প্রতিক ছবি

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার রাওয়ালপিন্ডি টেস্ট ছিল পুরো ব্যাটিং ট্র্যাক। পুরো পাঁচ দিনের খেলায় মাত্র ১৪টি উইকেট পড়েছিল। যার বিপরীতে ব্যাটাররা রীতিমত রান উৎসবে মেতেছিল। যার ফলস্বরুপ সেই ম্যাচের পিচকে ‘গড়পড়তার নিচে’ হিসেবে উল্লেখ করে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। এবার ব্যাঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের উইকেটকেও একই কারণে সতর্ক করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

ব্যাঙ্গালুরুতে দিবারাত্রির ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট মাত্র আড়াই দিনের কিছু বেশি সময় চলেছিল। দুই দল চার ইনিংসের মাত্র ২২৪ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। এসময় দুই দল তাদের ৩৯টি উইকেট হারায়। যার প্রধান কারণ ছিল ব্যাঙ্গালুরুর রহস্যজনক উইকেট।

ম্যাচ শেষ হওয়ার সপ্তাহ পেরোনোর আগেই সেই ম্যাচের পিচকে ‘গড়পড়তার নিচে’ হিসেবে উল্লেখ করেছে আইসিসি। শুধু তাই নয়, এই পিচকে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

এদিকে আইসিসির সংবাদ বিবৃতিতে ব্যাঙ্গালুরু টেস্টের ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেস বোলার জাভাগাল শ্রীনাথ বলেছেন, ‘‘ম্যাচের প্রথম দিন থেকেই টার্ন দেখা গেছে এই পিচে। যদিও প্রতি সেশনের সঙ্গে সঙ্গে উইকেট ভালো হয়েছে। কিন্তু আমার দৃষ্টিতে ব্যাটে-বলে সমান লড়াইয়ের কোনো সুযোগ ছিল না এই পিচে।’’

এই টেস্টের ম্যাচসেরা ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারও ১ম দিনের খেলা শেষে বলেছিলেন, ‘‘উইকেট মোটেও ভালো নয়। এখানে ডিফেন্স করার সুযোগ নেই। তা করলেই বল ব্যাটের কানায় লেগে যাবে।’’

যার ফলস্বরুপ গড়পড়তার নিচে রেটিংয়ের পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেয়েছে ব্যাঙ্গালুরুর উইকেট। এর আগে রাওয়ালপিন্ডির পিচকেও সতর্ক করেছিল আইসিসি। আগামী পাঁচ বছরের মধ্যে এই পিচ দুটি যদি আরও চারটি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সে মাঠে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকবে।
 

Link copied!