• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পরাজয়ে বৃষ্টিকে দুষলেন নিগার সুলতানা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৯:৩৯ পিএম
পরাজয়ে বৃষ্টিকে দুষলেন নিগার সুলতানা
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় পরাজয় হয়েছে বাংলাদেশের মেয়েদের। প্রোটিয়াদের বিপক্ষে পরাজয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও পরাজয় ৯ উইকেটের। এদিন দলের ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি বৃষ্টিকেও দুষলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা।

সোমবার (৭ মার্চ) ডানেডিনে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় চার ঘন্টা পর। ইনিংস নির্ধারিত হয় ২৭ ওভারে। দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত দলের ইনিংস থামে ১৪০ রানে, ৮ উইকেটের বিনিময়ে।

জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই ২০ ওভারে জয় পায় কিউইরা। দলের এমন ভরাডুবিতে ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি বৃষ্টিকেও দোষ দিচ্ছে বাংলাদেশ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিগার বলেন, “আমাদের সংগ্রহ মোটামুটি ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে অনেক বেশি বৃষ্টি ছিল। আবহাওয়া খেলা চালানোর উপযুক্ত ছিল না। তবে আম্পায়াররা খেলা চালিয়ে যেতে বলেছিলেন। আমরা চালিয়ে গেছি। বোলাররা গ্রিপ করতে পারছিল না। এতই বৃষ্টি হচ্ছিল যে বল দেখতেও কষ্ট হচ্ছিল।”

Link copied!