নিউজিল্যান্ডের মাটিতে রূপকথার জন্ম দিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবাররে মতো দেশটির বিপক্ষে টেস্ট জিতল মোমিনুল হকের দল। শুধু টেস্টই নয়, যেকোনো সংস্করণে কিউইদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।
এ জয়ে দলীয় পারফরম্যান্স বড় ভূমিকা রাখলেও এর নেতৃত্বে ছিলেন এবাদত হোসেন। এই পেসার একা ৬ উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। যার মধ্য দিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের একটির বিপক্ষে প্রথমবারের মতো জয় তুলে নেওয়ার পথ তৈরি হয়। এমন কৃতিত্বের পুরস্কার হিসেবে ম্যাচ সেরা হয়েছেন এবাদত।
কোনো প্রেরণায় এই ঐতিহাসিক জয়?— ম্যাচ শেষে সেই কথা জানালেন এবাদত। বললে,“আল্লাহকে ধন্যবাদ। গত ১১ বছর আমাদের ভাইয়েরা, আমাদের দল এখানে খেলেছে। কিন্তু জিততে পারেনি। যখন নিউজিল্যান্ডে এলাম, আমরা লক্ষ্য ঠিক করেছিলাম। আমরা সবাই হাত তুলে বলেছি—আমরা পারব নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে।“
এই জয়টা কেবল নিজেদের জন্যই নয়, পরবর্তী প্রজন্মের জন্যও চেয়েছিলেন এবাদতরা, “আরেকটা জিনিস—নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। যদি আমরা এগিয়ে এসে তাদের মাটিতে নিউজিল্যান্ডকে হারাতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মও জানবে—তারাও নিউজিল্যান্ডকে হারাতে পারে। এটাই মূল লক্ষ্য ছিল।”