• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ভারত-শ্রীলঙ্কা সিরিজ

পন্থের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম দিনের লাগাম ভারতের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৭:১৮ পিএম
পন্থের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম দিনের লাগাম ভারতের 
ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে মাঠে নেমেছে ভারত। দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তার শততম ম্যাচে ইনিংস বড় করতে পারেননি। তবে ভারতীয় সব ব্যাটারদের দুই ডিজিটের ইনিংসে প্রথম দিনের লাগাম নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান করেছে ভারত।   

শুক্রবার (৪ মার্চ) মোহালিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। রোহিত ও মায়াঙ্ক দুজনে মিলে ওয়ানডে স্টাইলে দশম ওভারেই পঞ্চাশ রান তূলে নেন। রোহিতকে (২৯) সাজঘরে ফিরিয়ে ৫২ রানের জুটিটি ভাঙেন লঙ্কান পেসার লাহিরু কুমারা।

এরপর দলীয় ৮০ রানে এম্বুলদেনিয়ার বলে এলবিডব্লিউ হন আগারওয়াল (৩৩)। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন বিরাট কোহলি আর হানুমা বিহারি। এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারে ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। তবে নিজের শততম ম্যাচে হাফসেঞ্চুরির দোরগোড়ায় থাকা কোহলিকে (৪৬) বোল্ড করেন এম্বুদেনিয়া। এর তিন ওভারের মাথায় সাজঘর দেখেন বিহারিও (৫৮)। এরপর সেট হয়ে শ্রেয়াস আয়ার (২৭) ফিরলে ২২৮ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারত। 

সেখান থেকে পন্থ আর রবীন্দ্র জাদেজার ১০৪ রানের জুটি দলের সংগ্রহে বড় অবদান রাখে। আক্রমণাত্মক স্টাইলে চার-ছক্কায় মাঠ গরম করে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন পন্থ। কিন্তু সুরাঙ্গা লাকমলের দারুণ এক ডেলিভারি ডিফেন্ড করেও উইকেট বাঁচাতে পারেননি তিনি। ফলে ৯৭ বলে ৯ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৯৬ রানে আউট যান এই উইকেটকিপার ব্যাটার। সেঞ্চুরি মিসের রাগে মাঠের মধ্যেই সজোরে লাথি মেরে বসেন তরুণ এক ক্রিকেটার। 

পন্থ সেঞ্চুরি না পেলেও মোহালি টেস্টে অবশ্য বেশ ভালো একটা পুঁজি পাওয়ার পথেই আছে ভারত। প্রথম দিন শেষে তারা তুলেছে ৬ উইকেটে ৩৫৭ রান। রবীন্দ্র জাদেজা ৪৫ আর রবিচন্দ্রন অশ্বিন ১০ রানে অপরাজিত আছেন।

বোলিংয়ে শ্রীলঙ্কার পক্ষে এম্বুদেনিয়া ২টি এবং লাকমাল, বিশ্ব ফার্দান্দো, কুমারা ও ধনঞ্জয়া নেন একটি করে উইকেট। 

Link copied!