• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই খেলতে হবে রাশিয়াকে


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:৩৫ এএম
পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই খেলতে হবে রাশিয়াকে

ইউক্রেন আক্রমণের জেরে তাদের পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই খেলবে হবে রাশিয়ার ফুটবল দলকে। সেই সঙ্গে নাম পরিবর্তন করে রাশিয়ার ফুটবল ইউনিয়ন নামে নিরপেক্ষ অঞ্চলে তাদের আসন্ন ম্যাচগুলো শেষ করতে হবে।

বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে যে তারা রাশিয়ার বিপক্ষে খেলবে না। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলস, সেই সঙ্গে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইডেন আছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছেন।

পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারি কুলেজা বলেছেন যে, ফিফার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ছিল, যখন সুইডিশ এফএ এবং চেক প্রজাতন্ত্র এফএ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যে তারা রাশিয়ার বিপক্ষে খেলবে না।

তিনি বলেছেন, “আমরা এই ম্যাচে অংশ নিতে আগ্রহী নই। আমাদের অবস্থান দৃঢ়, পোলিশ জাতীয় দল রাশিয়ার সঙ্গে খেলবে না, দলের নাম যা-ই হোক না কেন।”

সুইডিশ এফএ সভাপতি কার্ল-এরিক নিলসন বলেছেন যে, তারা ফিফার সিদ্ধান্তে সন্তুষ্ট নয়।

তিনি বলেন, “আমাদের মতামত আলাদা নয়। ইউক্রেনে পরিস্থিতি পরিবর্তন হয়নি অথচ আমরা ফিফার বার্তা পেয়েছি। আমাদের অন্য কোনো মতামত নেই। আমরা পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলতে চাই, যাতে ফিফাকে আমরা যা মনে করি তা ফিরিয়ে দিতে পারি। তবে আমরা ফিফার কাছ থেকে তীক্ষ্ণ অবস্থান আশা করেছিলাম।”

ফিফা বলেছে, রাশিয়াকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা উচিত কি না, তা নিয়ে অন্যান্য ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রোববার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, “ফিফা ইউক্রেনে তার আক্রমণে রাশিয়ার শক্তি প্রয়োগের নিন্দার পুনরাবৃত্তি করতে চায়। সহিংসতা কখনোই সমাধান নয় এবং ফিফা ইউক্রেনে যা ঘটছে তাতে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি গভীর সংহতি প্রকাশ করছে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!