অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরের শিরোপাধারী বাংলাদেশের এবারের আসর কেটেছে চরম হতাশায়। সেমিফাইনালে ওঠার দরজা বন্ধ হয়ে গিয়েছিল ভারতের কাছে হেরে। এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও পারলেন না তারা। পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে গেছেন রাকিবুলরা।
টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের বাজে ব্যাটিং প্রদর্শনী ছিল। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছেও হেরে যেতে হয়েছে ব্যাটিং বিপর্যয়ে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও ছিল ব্যাটারদের করুণ দশা।
আরিফুল ইসলাম ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র হাল ধরা নাবিক ছিলেন। তার ব্যাট থেকে আসে ১১৯ বলে ১০০ রান। বাকি সবাই মিলেও দলকে ২০০ রানের গণ্ডি পার করাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরই ছিল ২৫। ৪৯.২ ওভারে ১৭৫ রানে দলের সব কটি উইকেটের পতন ঘটে।
জবাবে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায় পাকিস্তান। ওপেনার হাসিবুল্লাহ খানের ৭৯ রানের ইনিংস মূলত দলের জয়ের ভিত গড়ে দিয়েছে। ৩৬ রান করেছেন আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শত রানের ইনিংস খেলা বাংলাদেশের আরিফুল ইসলাম।