• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নিজ জন্মভূমিতে আক্ষেপ মেটালেন উসমান খাজা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৮:২৫ পিএম
নিজ জন্মভূমিতে আক্ষেপ মেটালেন উসমান খাজা
ছবি সংগৃহীত

দীর্ঘ ২৪ বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে। অজি দলের এই স্কোয়াডে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত টপ অর্ডার ব্যাটার উসমান খাজা। নিজের জন্মভূমিতে ও পাকিস্তানের হয়ে খেলতে না পারার আক্ষেপটা তার ছিলই। রাওয়ালপিন্ডি টেস্টে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন, কিন্তু করাচি টেস্টের প্রথম দিনে সব আক্ষেপই যেন একসাথে মেটালেন অজি বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটার। 

শনিবার (১২ মার্চ) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অজিরা ৩ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে। দিন শেষ হবার এক ওভার আগেই স্টিভেন স্মিথ ৭২ রানে আউট হয়ে গেলেও ওপেনার খাজা ১২৭ রানে অপরাজিত আছেন।  

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্নার-খাজার উদ্বোধনী জুটিতেই ৮২ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ফাহিম আশরাফের বলে উইকেটের পিছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে মেজাজে ব্যাট করে ৪৮ বলে ৩৬ রান করেন এই ব্যাটার। তার ফেরার কিছুক্ষণ পরই মার্নাস লাবুশেনও রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন। ৯ বলের ইনিংসে কোনো রানই করতে পারেননি আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটার। 

এরপর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন খাজা ও স্মিথ। শুরুতে দ্রুত রান তুলতে থাকা অস্ট্রেলিয়া এরপর দেখেশুনে ব্যাট করতে থাকেন। এর মধ্যে খাজা তুলে নেন ক্যারিয়ারের এগারতম সেঞ্চুরি।  দিন শেষ হবার এক ওভার আগে ক্যারিয়ারের ৩৫তম হাফ সেঞ্চুরি তুলে ২১৪ বলে ৭২ রানে আউট হয়ে যান স্মিথ। দুজনে মিলে ১৫৯ রানের অসাধারণ জুটি গড়েন। হাসান আলীর বলে স্মিথ ফিরলেও খাজা ২৬৬ বলে ১২৭ রান করে অপরাজিত আছেন। ইনিংসে ১৩ চারের সঙ্গে খাজা মারেন ১টি ছক্কার মার। নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে নামা নাথান লিয়ন শূন্য রানে অপরাজিত রয়েছেন।

পাকিস্তানের পক্ষে হাসান আলী ও ফাহিম আশরাফ নেন ১ টি করে উইকেট।  

Link copied!