• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিউজিল্যান্ডে জয়ের স্মৃতিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৬:৪৪ পিএম
নিউজিল্যান্ডে জয়ের স্মৃতিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে মুমিনুল হকের নেতৃত্বাধীন টিম বাংলাদেশের এবার লক্ষ্য টেস্ট সিরিজে জয়। ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে চলতি বছরের শুরুতে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। 

এই স্বপ্নকে পুঁজি করে বাংলাদেশি ডানহাতি পেসার এবাদত হোসেন স্বপ্ন বুনছেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের।

এবাদত বলেন, ‘বছরের শুরুতে আমরা খুব ভালো শুরু করেছি মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট দিয়ে। ওখান থেকে আমাদের সবার, পুরো টিমের আত্মবিশ্বাস আসলে বেড়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি যে যেহেতু আমাদের এই বছরটা ভালো ভাবে শুরু করছি এবং এইভাবে এই আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এই আত্মবিশ্বাস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ওয়ানডে সিরিজ জিতেছি। টেস্টের যে সিরিজ আছে এটাও আমরা জিততে চাই।’

মাউন্ট ম্যাঙ্গানুইয়ে পেসারদের কল্যাণে টেস্ট জিতলেও ক্রাইস্টচার্চে পরের ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকায় অবশ্য সেই পেসারদের হাত ধরে সিরিজ জয়ের সাফল্য এসেছে। পঞ্চাশ ওভারের ফরম্যাটের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার শুরুরটা আগামী ৩১ মার্চ ডারবানে। পেসারদের হাত ধরে মাউন্ট ম্যাঙ্গানুইয়ের জয়ের স্মৃতি ফেরানোর প্রত্যাশা এবাদত হোসেনের।

এবাদত বলেন, ‘আসলে এ রকম একটা উইন হওয়ার পর ওয়ানডেতে আলহামদুলিল্লাহ সবাই এখন খুবই বুস্টাপ এবং সবার কনফিডেন্ট অনেক বিল্ডআপ হয়েছে। এই কনফিডেন্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ্‌ টেস্ট ম্যাচ শুরু করতে চাই। এই টেস্ট ম্যাচে আমরা ভালো করবো।’

সঙ্গে যোগ করেন এবাদত, ‘অবশ্যই আপনি এখন যদি আমাদের পেসারদের উন্নতির জায়গাটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহ শেষ এক দেড় বছর ধরে তাসকিন, শরিফুল, মুস্তাফিজ সবাই আমরা খুব ভালো করার চেষ্টা করছি। শেষ সিরিজটায় সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে হারানো এটা আসলে খুবই কষ্টকর ছিল।’
 
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৩১ মার্চ। এরপর আগামী ৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!