• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

নিউজিল্যান্ডের কাছে ভারতের হার


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:৩৭ পিএম
নিউজিল্যান্ডের কাছে ভারতের হার

নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে বৃহস্পতিবার (১০ মার্চ) হ্যামিল্টনে লড়াইয়ে নেমেছিল নিউজিল্যান্ড ও ভারত। এই ম্যাচে কিউইদের বিপক্ষে ৬২ রানের ব্যবধানে হেরেছে ভারত।

টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। ইনিংসের শুরুতে মাত্র ৯ রানে সুজি বেটস রান আউট হন। আরেক ওপেনার সোফি ডিভাইন অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে বেশ ভালো খেলতে থাকেন। সোফি ব্যক্তিগত ৩৫ রানে আউট হন। কের দলের বোর্ডে যোগ করেন ৫০ রান। এরপর হাল ধরেন অ্যামি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন তিনি। এছাড়া ম্যাডি গ্রিন ২৭, কেটি মার্টিন ৪১ রান যোগ করে ৯ উইকেটে ২৬০ রানের ভালো সংগ্রহ গড়ে তোলেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানেই তিন ওপেনার হারায় ভারত। স্বস্তিকা ভাটিয়া, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা দলে অবদান রাখার আগেই ফেরত যান। অধিনায়ক মিতালি রাজের ৫৬ বলে ৩১ রান দলের বিপর্যয়ে বেশ ভালো অবদান ছিল। হরমনপ্রীত একপাশ আগলে রেখে খেলতে থাকেন। তবে বাকিদের সঙ্গ তেমন পাননি তিনি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ বলে ৭১ রান।

ভারতের ইনিংস গুটিয়ে যায় ৪৬.৪ ওভারেই। সবকয়টি উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করতে পারে ১৯৮ রান। কিউইদের জয় হয় ৬২ রানে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!