বাংলাদেশের দেয়া ১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে এক নাসুম আহমেদের স্পিন ঘুর্ণিতে আফগানদের ব্যাটিং অর্ডারে ধস নেমেছে। পাওয়ার প্লেতে বোলিং করে নাসুম একাই তুলে নিয়েছেন আফগানদের টপ অর্ডারের ৪ উইকেট।
এ রিপোর্ট লেখার সময় দাপট বাংলাদেশের। ৪ উইকেট হারিয়ে ৮ ওভারে আফগানিস্তান তুলেছে ৩৮ রান। জিততে তাদের এখনো চাই ১১৮ রান। হাতে আছে ৬ উইকেট।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবী ১০ ও নাজিবুল্লাহ জাদরান ১৩ রান ব্যাট করছেন।
রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই নাসুম আহমেদের বলে আউট হন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজ। এরপর তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে ফেরান হজরতুল্লাহ জাজাইকে। এক বলের ব্যবধানে আবারও আঘাট হানেন নাসুম। এবার ফিরে যান আফগান অভিষিক্ত দারউইশ রাসুলি। আর ইনিংসে শেষ পেরেকটা আবারও মারেন নাসুম। মাহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান করিম জানাত।
বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাসের অনবদ্য ফিফটি ও আফিফের সঙ্গে তার ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৭ টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেড়শ ছাড়াতে পারল বাংলাদেশ দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন লিটন। আর দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ২৫ রান এসেছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের ব্যাট থেকে। আফগানিস্তানের পক্ষে দুই পেসার ফজল হক ও আরমানউল্লাহ নেন ২টি করে উইকেট।