• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

নারী বিশ্বকাপে সেমিফাইনালের সূচি দেখে নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৬:১০ এএম
নারী বিশ্বকাপে সেমিফাইনালের সূচি দেখে নিন
ছবি- সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের চলতি বছরের আসরে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। প্রথম পর্বের ২৮টি ম্যাচ শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চার দল।

রোববার (২৭ মার্চ) প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গত আসরের ফাইনালিস্ট ভারতীয় নারী ক্রিকেট দল। তাদের পরাজয়ে চতুর্থ দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত করেছেন ক্যারিবিয়ান নারীরা।

এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড নারী দল। 

সবার আগে সেরা চারে নাম লিখিয়েছে সাত ম্যাচের সবকয়টি জেতা অস্ট্রেলিয়া। সেমির অন্য দল দক্ষিণ আফ্রিকা।

আগামী বুধবার (৩০ মার্চ) ওয়েলিংটনে শুরু হবে প্রথম সেমিফাইনালের লড়াই। এদিন বাংলাদেশ সময় ভোর ৪ টায় প্রথম সেমিফাইনালে লড়বে প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত দল অস্ট্রেলিয়া ও ভাগ্যের জোরে জায়গা করে নেয়া ওয়েস্ট ইন্ডিজ। 

পরদিন বৃহস্পতিবার (৩১ মার্চ) দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট।

দ্বিতীয় সেমিফাইনালের পর ফের দুই দিন বিরতি পাবে দলগুলো। এরপর আগামী রোববার (৩ এপ্রিল) মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এই দুই ম্যাচ ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়।

সেমিফাইনাল

প্রথম সেমিফাইনাল : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩০ মার্চ, ভোর ৪ টা)।

দ্বিতীয় সেমিফাইনাল : দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (৩১ মার্চ, সকাল ৭টা)।

ফাইনাল

প্রথম সেমি জয়ী দল বনাম দ্বিতীয় সেমিতে জয়ী (৩ এপ্রিল, সকাল ৭টা)।

খেলা বিভাগের আরো খবর

Link copied!