• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সহজ জয়


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১১:১৮ পিএম
নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সহজ জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিন সোমবার, প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা। সহজ প্রতিপক্ষ ছিল নামিবিয়া। ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সব কয়টি উইকেট হারিয়ে নামিবিয়ার সংগ্রহ ছিল ৯৬ রান।

জয়ের জন্য ৯৭ রান টার্গেটে মাঠে নামে লঙ্কানরা। মাঠে নেমে দলীয় মাত্র ১৪ রানেই প্রথম উইকেট হারায়। কুশাল পেরেরাকে (১১) সাজঘরে ফেরত পাঠান রুবেল ট্রাম্পেলমান। মাত্র ৪ রানের ব্যবধানে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরতি পথ ধরেন পাথুম নিশাঙ্কা (৫)। 

দলীয় ২৬ রানে পতন ঘটে তিন নম্বর উইকেটের, উইকেট হারান দীনেশ চান্দিমাল (৫)। তাকে ফেরান স্মিট। ওপেনারদের হারিয়ে বিপাকে পড়লেও আভিশকা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকশে নিরাপদ সংগ্রহের দিকে যেতে থাকেন। বেশ আগ্রাসী ভূমিকায় খেলতে থাকেন তারা দুজন। আভিশকা ২৮ বলে ৩০ রান করেন ও রাজাপাকশের সংগ্রহ ২৭ বলে ৪২ রান৷ তাদের দুজনের রানের উপর ভর করে ৭ উইকেট হাতে রেখেই মাত্র ১৩.৩ ওভারে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

Link copied!