শনিবার রাতে (১৯ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে নঁতের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে হেরেছে পিএসজি। গত বছর নভেম্বরে নিজেদের মাঠে নঁতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল পিএসজি।
ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। কিন্তু গোল পায়নি তারকায় ঠাসা দলটি। তবে পরের মিনিটে প্রতিপক্ষ এগিয়ে যায়। আর. মুয়ানি গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নঁতে। কিউ. মেরলিনের গোলে স্বস্তির ব্যবধান বাড়ায় তারা।
ম্যাচের ৪৪ মিনিটে ডি-বক্সের সামনে কিলিয়ান এমবাপেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ডিফেন্ডার দেনিস। তবে ভিএআরে দেখে হলুদ কার্ড দেখানো হয় তাকে।
প্রথমার্ধে অতিরিক্ত যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় নঁতে। এল. ব্লাস দলকে ৩-০ গোলের লিড এনে দিয়ে বিরতিতে যান।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান নেইমার। লিওনেল মেসির পাসে সহজ গোল পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে নিয়মিত হলেন নেইমার। ম্যাচের ৫৪ মিনিটে আরও একবার সুযোগ পায় পিএসজির এমবাপে। তবে ব্যবধান আর বাড়েনি।
ম্যাচের বাকি সময়ে পিএসজির বেশ ভালো কিছু আক্রমণ প্রতিহত করে নঁতের গোলরক্ষক। ফলে, ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
লিগে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৪ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় মার্সেই।