• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অবাক করেনি ভিলিয়ার্সকে


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৮:২১ এএম
ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অবাক করেনি ভিলিয়ার্সকে

সাবেক ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বৃহস্পতিবার (২৪ মার্চ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। তার হঠাৎ সরে দাঁড়ানোয় ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে বেশ অবাক করে দিয়েছিল। তবে সাবেক দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ধোনির এই সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিলিয়ার্স বলেন, ধোনির সিদ্ধান্ত তার কাছে অবাক হওয়ার মতো কিছু নয় এবং তিনি এই সিদ্ধান্তে বরং বেশ খুশি। প্রোটিয়া এই প্রাক্তন জানান, তিনি বোঝেন এত দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক থাকা কতটা কঠিন। তার মতে, ধোনির অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি একেবারে সঠিক সময়ে এসেছিল, কারণ তিনি গত বছর শিরোপা জিতেছেন।

ভিলিয়ার্স বলেন, “আমি ধোনির পদক্ষেপে অবাক হইনি। আমি আসলে তার জন্য বেশ খুশি। দীর্ঘসময় ধরে দায়িত্ব বহন করার পর লোকেরা ভাবে অধিনায়ক হওয়া সহজ। কিন্তু এই দায়িত্ব সত্যিই আপনাকে ক্লান্ত করে দেবে। যখন মৌসুম খারাপ কাটে, তখন অধিনায়ক নিদ্রাহীন রাত কাটায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সে ঠিক সময়ে সরে গেছে।”
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!