• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ধর্ষণ মামলায় রবিনিওর ৯ বছরের কারাদণ্ড বহাল!


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০১:৩০ পিএম
ধর্ষণ মামলায় রবিনিওর ৯ বছরের কারাদণ্ড বহাল!

ধর্ষণ মামলায় অভিযুক্ত রবিনিওর ৯ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। রবিনিওর আইনজীবী বুধবার (১৯ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে আর কোনো আপিলের সুযোগ নেই রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটিতে খেলা এই ফুটবলারের।

২০১৩ সালে ইতালির সিরি আর দল এসি মিলানে খেলার সময় আরও ৫ সঙ্গীকে নিয়ে রবিনিও নাইটক্লাবে যান। সেখানেই ২২ বছর বয়সী এক তরুণীকে যৌন নির্যাতন করেন। সেই ঘটনায় দোষী প্রমাণিতও হয়েছেন। ২০১৭ সালের নভেম্বরে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে আদালতে আগের রায় বহাল রয়েছে।

৩৮ বছর বয়সী রবিনিও বর্তমানে ব্রাজিলেই আছেন। দেশটি তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের জন্য ফেরত পাঠায় না। তবে দেশেই শাস্তির মুখোমুখি হতে পারেন রবিনিও। এ ঘটনায় ব্রাজিলে যদি দোষী প্রমাণ হন তবে এখানেই শাস্তি পাবেন তিনি।

Link copied!