• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দ. আফ্রিকার কাছে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হার ভারতের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১২:৪৭ পিএম
দ. আফ্রিকার কাছে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হার ভারতের 

দক্ষিণ আফ্রিকা সফর ভারতের কাছে গলার কাঁটা হয়ে বিঁধেছে। টেস্ট সিরিজ পরাজয়ের পর ওয়ানডে সিরিজও হারল ভারত। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। পার্লে ভারতের ২৮৭ রানের লক্ষ্য স্বাগতিকরা ছুঁয়ে ফেলে ১ ওভার ৫ বল বাকি রেখেই।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনার কেএল রাহুলের ৫৫, রিশভ পন্থের ৮৫ ও শার্দুল ঠাকুরের ৪০ রানের সুবাদে ভারত ৬ উইকেটে ২৮৭ রান তোলে। প্রথম ম্যাচে অর্ধশতক পাওয়া সাবেক অধিনায়ক বিরাট কোহলি আউট হন শূণ্য রানে। 

ভারতের ২৮৭ রান তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। তিনি অর্ধশতকের দেখা পান মাত্র ৩৬ বলে। ৬৬ বলে ফিফটি করা মালান সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে তাকে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। অধিনায়ক টেমবা বাভুমা ৩৫ রানে ফিরে গেলে আর কোনো উইকেটের পতন ঘটেনি প্রোটিয়াদের। ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।

আগামী রোববার কেপ টাউনে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। ভারতের হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।
 

Link copied!