প্রথম দুই টেস্ট ড্র হবার পর সিরিজ নির্ধারণী লাহোরে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০১ রানে পিছিয়ে আছে পাকিস্তান। এর আগে পাকিস্তানি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের বোলিং তোপে অস্ট্রেলিয়াকে ৩৯১ রানে অলআউট করে। এরপর নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৯০ রান নিয়ে দিন শেষ করেছে বাবর আজমের দল।
এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন ৮৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল সফরকারীরা। প্রথম দিন শেষে ২০ রানে ক্যামেরন গ্রিন এবং ৮ রানে ব্যাট করছিলেন অ্যালেক্স ক্যারে। দ্বিতীয় দিনের শুরুতে এই দুই ব্যাটার তূলে নেন নিজেদের হাফ সেঞ্চুরি।
এই দু’জনের ব্যাটে ১৩৫ রানের বড় জুটি গড়ে ওঠে। ১৬৩ বল মোকাবেলা করে ৭৯ রান করেন ক্যামেরন গ্রিন এবং ১০৫ বল মোকাবেলা করে ৬৭ রান করেন অ্যালেক্স ক্যারে।
এ দু’জনের জুটি ভেঙে যাওয়ার পর অবশ্য অস্ট্রেলিয়ার স্কোর বেশিদুর এগোয়নি। মিচেল স্টার্ক ১৩, নাথান লিওন ৪ এবং মিচেল সোয়েপসন আউট হন ৯ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।
প্রথমদিন ৯১ রানে আউট হয়েছিলেন উসমান খাজা, ৫৯ রান করেছিলেন স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেড করেন ২৬ রান।
পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ সমান ৪ টি করে উইকেট তুলে নিয়েছেন। এছাড়া স্পিনার নৌমান আলি এবং সাজিদ খান পান একটি করে উইকেট।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৯০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ওপেনার ইমাম উল হক ১১ রানে প্যাট কামিন্সের বলে বিদায় নিলেও আসাদুল্লাহ শফিক ৪৫ ও আজহার আলী ৩০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবে।